


নিজস্ব প্রতিবেদন:
দলীয় কার্যক্রম কে আরও গতিশীল করার লক্ষ্যে আজ ৩১ মে (মঙ্গলবার), ২০২২- বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শাহাব উদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির নাম ও প্রতীক নিবন্ধন সম্পূর্ণ করতে বিডিএ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শাহাব উদ্দিন- দলীয় নেতা-কর্মীদের সাথে পূর্ব প্রস্তুতি মূলক মত বিনিময় সভায় সকলের উদ্দেশ্যে প্রয়োজনীয় বক্তব্য রাখেন এবং সকলকে বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স এর পতাকা তলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। এসময় তিনি – বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র আইনজীবী এ এন মোতাসিম বিল্লাহ কে আহবায়ক এবং ওয়াদুদ আল মোঃ তাকাদ্দিছ কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর কমিটি অনুমোদন দেন। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্স রাজশাহী জেলা কমিটির আহবায়ক এডভোকেট মোঃ মোখলেসুর রহমান, পবা উপজেলার মাওলানা মোঃ ইয়াকুব আলী, রাজশাহী মহানগরীর এবি সিদ্দিক পল্টু, বাগমারা উপজেলার মোঃ আবুল হাসনাত রাজু এবং বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
এসময় দলীয় নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটির প্রতিষ্ঠতা আহবায়ক মোঃ শাহাব উদ্দিন এর হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ ডেমোক্রেটিক এলায়েন্সে যোগদান করেন-দূূর্গাপুরের জুয়েল রানা ও মোঃ জয়নাল আবেদীন, রাজশাহীর মোঃ এনামুল হক এবং পুঠিয়ার মোঃ শাহাবুল আলম প্রমূখ।